অনলাইনে ব্যাক্তিকেন্দ্রিক আক্রমন সমাধানের সূত্র

লিখেছেন লিখেছেন মহসিন মাসরুর ১৭ জুন, ২০১৩, ১১:৪৬:৩১ সকাল

ইদানিং দেখতে পাচ্ছি অনলাইনে সেলিব্রেটি, রিয়েল/ফেইক আইডি নিয়ে চরম ঝগড়া হচ্ছে, আমি যাকে সাধারনত কামড়াকামড়ি বলি। কেউ ইসলামিস্ট কিনা, কেউ সেলিব্রেটি কিনা কিংবা কারো আইডি রিয়েল নাকি ফেইক এসব বিষয়ে অযথা কামড়াকামড়ি করে কোন লাভ নেই। কেউ ফেইক হোক কিংবা রিয়েল হোক তা দিয়ে আপনি কি করবেন? ব্যাক্তি দিয়ে নয়, ব্যাক্তির কাজ দিয়ে কাউকে মূল্যায়ন করতে শিখুন। আপনাদের কামড়াকামড়ির সমাধান দিতে গিয়ে আমি দুইটি সূত্র উপস্থাপন করলাম।

সূত্র ১: ভার্চুয়াল জগতে ইসলামিস্ট কিংবা সেলিব্রেটি বলে সুনির্দিষ্ট কোন পদবী কিংবা পরিচিতি নেই, সবই মিডিয়ার সৃষ্টি।

সূত্র ২: মানুষের মত আইডিও পরিবর্তনশীল। সময়ের পরিবর্তনে রিয়েল আইডি ফেইক আইডিতে কিংবা ফেইক আইডি রিয়েল আইডি পরিনত হতে পারে। আইডি রিয়েল কিংবা ফেইক নির্ভর করে ব্যাক্তির চিন্তাধারার উপর। বাস্তবে রিয়েল কিংবা ফেইক আইডির সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নেই।

সুতরাং, নো মোর কামড়াকামড়ি।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File